Monday, December 11, 2017

অসমাপ্ত আত্মজীবনী-Sheikh Mujibur Rahman

“আমাদের বাঙ্গালিদের মধ্যে দুইটা দিক আছে। একটা হল 'আমরা মুসলমান, আর একটা হল আমরা বাঙালি।' পরশ্রীকাতরতা আর বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধহয় দুনিয়ার কোন ভাষায়ই এই কথাটা পাওয়া যাবেনা, 'পরশ্রীকাতরতা'। পরের শ্রী দেখে যে কাতর হয় তাকে 'পরশ্রীকাতর' বলে। ঈর্ষা, দ্বেষ সকল ভাষায়ই পাবেন,সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙ্গালিদের মধ্যে আছে পরশ্রীকাতরতা। ভাই, ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয়না। এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে।” 


― Sheikh Mujibur Rahmanঅসমাপ্ত আত্মজীবনী





যেকোনো ধরনের চাকরির পরীক্ষায় উল্লেখ যোগ্য হারে এই বইটি থেকে প্রশ্ন এসে থাকে, তাছাড়া  বইটি জাতির জনক শেখ মুজিবর রহমান রচিত ,

বইটির মোবাইল ভার্সন পেতে  ক্লিক করুন-


Ashomapto Attojiboni By Bangabandhu Shiekh Mujibur Rahman

No comments:

Post a Comment