Monday, December 11, 2017

BCS Preliminary Preparation- বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি:

সাম্প্রতিক বিষয়াবলী-





০১) বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মানবীসদৃশ রোবট ' সোফিয়ার ' নির্মাতা প্রতিষ্ঠান কে?
-- হংকং এর হ্যানসন 

০২) UNESCO বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে ঘোষণা করে
-- ৩০ অক্টোবর, ২০১৭।


০৩)* কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা
-- কার্লোস পুজদেমন। 


০৪)*কাতালোনিয়ার রাজধানী -- বার্সেলোনা।


০৫)* ব্লু হোয়েল (Blue Whale) নামক সুইসাইড গেম এর স্রষ্টা?
-- ফিলিপ বুদেইকিন ( রাশিয়া)।


০৬)* ২৩তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা
COP 23 অনুষ্ঠিত হয়-
 ৬ - ১৭ নভেম্বর , ২০১৭ - বন , জার্মানি।

০৭)* অর্থনীতিবিদদের মতে , পদ্মা সেতু নির্মাণ হলে বাংলাদেশের জিডিপি বাড়বে
-- ১.২ শতাংশ। 


০৮)*পদ্মা সেতুর মোট পিলার -- ৪২ টি এবং স্প্যান ৪১টি।


০৯)* ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সংগঠন ICAN এর সদর দপ্তর?
-- জেনেভা, সুইজারল্যান্ড।


১০)* সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত মোট বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা
-- ১৮৮ জন।


১১)* ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
-- পামপাঙ্গা , ফিলিপাইন।


১২)* ২০১৭ সালের বৈশ্বিক মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ
-- নরওয়ে । বাংলাদেশ ১১১তম।


১৩)* মিয়ানমার সেনাবাহিনী দেশটির রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে ' অপারেশন ক্লিয়ারেন্স ' নামক সামরিক অভিযান চালায়?

-- ২৫ আগস্ট ২০১৭ থেকে।

১৪)* বাংলাদেশের দ্বিতীয় ভৌগোলিক নির্দেশক পণ্য
-- ইলিশ । প্রথম -- জামদানি শাড়ি।


১৫)* ৩৩তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর
-- প্যারিস , ফ্রান্স। ২০২৪ সালে।








১৬)* ভারতের বর্তমান রাষ্ট্রপতি
-- রামনাথ কোবিন্দ (১৪তম)।


১৭)* দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু
-- ঢোলা - সাদিয়া সেতু (ভারত)।


১৮)* ১২তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
-- হামবুর্গ , জার্মানি। ৭- ৮ জুলাই, ২০১৭। 


১৯)* ২০১৭ সালের SDG সূচকে শীর্ষ দেশ?
-- সুইডেন । বাংলাদেশ -- ১২০তম।


২০)*ধান উৎপাদনে শীর্ষ দেশ -- চীন । বাংলাদেশ ৪র্থ।


২১)*চাল রপ্তানিতে শীর্ষ দেশ -- ভারত।


২২)* বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(ICC) এর পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ
-- ১২ টি । সর্বশেষ -- আফগানিস্তান ও আয়ারল্যান্ড। 


২৩)* এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ-- ডেঙ্গু ও চিকুনগুনিয়া।

No comments:

Post a Comment